রাঙামাটিতে শিলা বৃষ্টিতে ফসলের ক্ষতির আশঙ্কা

fec-image

রাঙামাটিতে অবশেষে রোববার (১১ মে) বিকেলে স্বস্তির বৃষ্টি হলো। তীব্র গরমে অতিষ্ট পাহাড়ের মানুষের হাঁসফাঁস অনেকাংশে কমে গেছে। প্রায় দেড় ঘন্টা স্থায়ী বৃষ্টিপাতের সময় শিলাবৃষ্টিও হয়েছে।

রোববার দুপর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রায় দেড় ঘন্টা স্থায়ী বৃষ্টিপাত ও শিলাবৃষ্টি হয়েছে। তীব্র গরম, অসহনীয় বৈদ্যুতিক লোডশেডিংয়ে অতিষ্ট পাহাড়ের মানুষের জন্য এ বৃষ্টিপাত সহায়ক হলেও শিলাবৃষ্টির কারণে মৌসুমি ফল-ফসল ও শাকসবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে বলে স্থানীয় কৃষকগণ জানিয়েছে।

স্থানীয় আম বাগানি আবদুল মাবুদ বলেন, এই মুহূর্তের বৃষ্টিপাত আম বাগানসহ ফল-ফসলের জন্য খুবই উপকারী। কিন্তু বৃষ্টিপাতের সাথে শিলাবৃষ্টি আমাদের আশায় গুড়ে বালি ছিটিয়ে দিলো। এবার হয়তো কাঙ্খিত লাভের মুখ দেখবো না।

নিউ রাঙামাটি বণিক সমিতি ও আসবাবপত্র সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো: আব্দুল শুক্কুর বলেন, আম, জাম, লিচু, আনারস, তরমুজসহ মৌসুমি ফসল ও শাক-সবজির ব্যপক ক্ষয়ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন