রাঙামাটিতে সংঘর্ষের ঘটনায় একজন নিহত, ১৪৪ ধারা জারি

fec-image

খাগড়াছড়ির দীঘিনালার ঘটনাকে কেন্দ্র করে রাঙামাটিতে সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের ঘটনায় ১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫৩ জন।

এদিকে তিন পার্বত্য জেলায় সড়ক ও নৌ পথে ৭২ ঘণ্টা অবরোধ ডেকেছে পাহাড়িরা।

শুক্রবার পাহাড়ি-বাঙালি সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর, মসজিদ, মন্দিরে হামলা ও দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙামাটি শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খাগড়াছড়ির দীঘিনালা ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে পাহাড়ি ছাত্ররা বিক্ষোভ মিছিল নিয়ে রাঙামাটি শহরের বনরূপা আসলে এসময় তারা বেশ কয়েকটি গাড়ি ও দোকানে হামলা চালায়। খবর পেয়ে বাঙালিরা প্রতিরোধে চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় বেশ কিছু দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় আহত হয়েছে উভয় পক্ষের বেশ কয়েকজন।

পরে সেনবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে শহরে এখনো পরিস্থিতি থমথমে রয়েছে। শহরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি’র যৌথ টহল টিম কাজ শুরু করেছে। এই সংঘর্ষের ঘটনার কারণে শহরে গাড়ি চলাচল ও মানুষের উপস্থিতি কমে গেছে।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙামাটিতে ১৪৪ ধারা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান গণবিজ্ঞপ্তিতে বলেন, যেহেতু রাঙামাটি পার্বত্য জেলার পৌরসভা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এবং জনগণের জান ও মাল ক্ষতিসাধনের আশঙ্কা রয়েছে। সেহেতু রাঙামাটি জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে রাঙামাটি পার্বত্য জেলায় ২০ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ১টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলার পৌরসভা এলাকায় ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ মোতাবেক ১৪৪ ধারা জারি করা করলাম। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাঙামাটি সদর হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর খাঁন বলেন, সংঘর্ষের ঘটনায় মোট ৫৩ জন হাসপাতালে এসেছেন। এর মধ্যে ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজন মারা গেছেন। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে তিনি জানান।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইফুল ইসলাম বলেন, রাঙামাটিতে পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। মাঠে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। আজকের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, সকাল থেকে রাঙামাটি শহরে অনাকাঙ্খিত ঘটনা ঘটে। তাই ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই আদেশ পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে। এছাড়া রাঙামাটি শহরে সেনাবাহিনী, বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন