রাঙামাটিতে সওজ লেক ভিউ গার্ডেনে বৃক্ষরোপণ কর্মসূচি

fec-image

পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগ। বুধবার (০২ জুলাই) বিকেলে শহরের ফিসারী বাঁধ সংলগ্ন সওজ লেক ভিউ গার্ডেনে একটি কাঠগোলাপ গাছের চারা রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন, সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আতাউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, সওজ চট্টগ্রাম সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জাহেদ হোসেন, চট্টগ্রাম জোনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহ আরেফীন, রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমাসহ সংশ্লিষ্টরা।

গাছের চারা রোপন শেষে অতিথিবৃন্দে পুরো পার্কের চলমান নির্মাণ কাজ সম্পর্কে বিস্তারিত অবগত করেন নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।

এরপর তাঁরা পুরো পার্কটি ঘুরে দেখেন এবং ব্যাতিক্রমী এই পার্ক নির্মাণের উদ্যেগ নেয়ার জন্য নির্বাহী প্রকৌশলীকে ধন্যবাদ জানান।

সড়ক ও জনপথ চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আতাউর রহমান বলেন, আমি এই কাজের জন্য ধন্যবাদ জানাই রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমাকে। তিনি উদ্যেগী হয়ে এই পার্ক নির্মাণের জন্য আমাদের কাছে ডিজাইন উপস্থাপন করেন এবং ডিজাইনটি আমাদের ভালো লাগে। এরপরই আমরা ফান্ডিংয়ের ব্যাপারে তাকে আশ্বস্ত করি। বর্তমানে পার্কটির নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। আমি আশা করছি আগামী একমাসের মধ্যে এটির নির্মাণ কাজ শেষ হবে।

তিনি আরো বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি পার্কটির নির্মাণ কাজ শেষে সড়ক ও জনপথের বিভাগের তত্ত্ববধানে পার্কটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা হবে। পার্কের সৌন্দর্য রক্ষার্থে রাঙামাটিবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়- সরকারের এ প্রতিষ্ঠানটি ১০ কোটি টাকা ব্যয়ে বাঁধটির পূর্ণাঙ্গ সংস্কার ও সম্প্রসারণে উদ্যোগ নেয়। পাশাপাশি পর্যটকদের বিনোদনের জন্য ৯০ লাখ টাকা ব্যয়ে ওয়াকওয়ে ও সৌন্দর্যবধর্ধনের কাজ শুরু করে। এ পর্যন্ত ৯৭ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানানো সওজের পক্ষ থেকে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন