রাঙামাটিতে সন্ত্রাসীদের হামলায় আহতদের জামায়াতের আর্থিক সহায়তা

fec-image

রাঙামাটি শহরে সংগঠিত সন্ত্রাসীদের সশস্ত্র হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী।

রাঙামাটি শহরের ইসলামিক সেন্টারে আয়োজিত অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সহায়তা প্রদান করে বাংলাদেশ জামায়াত ইসলামী রাঙামাটি জেলা শাখা।এ সময় গত ২০ সেপ্টেম্বর রাঙামাটিতে সন্ত্রাসী হামলায় ঘটনায় আহত পাহাড়ি বাঙালি ১০ জনকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

রাঙামাটি জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ শাহজাহান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, সহসাধারণ সম্পাদক মনছুরুল হক, প্রচার সম্পাদক অ্যাডভোকেট হারুনর রশিদ, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান প্রমুখ।

এতে বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের মানুষের ভ্যানগার্ড হিসেবে কাজ করে, মানুষের কল্যাণে কাজ করে। বাংলাদেশ জামায়াত ইসলামী জাতি, গোষ্ঠী, ধর্ম, বর্ণসহ সকল সম্প্রদায়ের মানুষের যেকোনো বিপদের পাশে থাকে।

পাহাড়ের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে মন্তব্য করে জামায়াত নেতারা বলেন, গত ২০ সেপ্টেম্বর রাঙামাটিতে যে সন্ত্রাসী হামলা হয়েছে তা পূর্বপরিকল্পিত। যারা ২৪ এর স্বাধীনতাকে মেনে নিতে পারেনি তারা এসব ঘটনা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের এসব ষড়যন্ত্র মোকাবিলায় সকল সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান জামায়াত নেতারা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন