রাঙামাটিতে সপ্তম ধাপের ইউপি নির্বাচনে আ’লীগের ভরাডুবি

fec-image

সারাদেশের ন্যায় পাহাড়ি জেলা রাঙামাটিতে অনুষ্ঠিত সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। এ ধাপের নির্বাচনে রাঙামাটিতে ক্ষমতাসীন দলের ভরাডুবিই হয়েছে। ১৭টি ইউনিয়নের মধ্যে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে দেখা যায় ক্ষমতাসীন দল আ’লীগ মাত্র ৪টি ইউপিতে চেয়ারম্যান পদে জয় পেয়েছে। অপরদিকে আ’লীগের বিদ্রোহী এবং স্বতন্ত্র প্রার্থীরা ১৩টি ইউপিতে বিজয়ী হয়েছেন। সোমবার (৭ ফেব্রুয়ারী) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

লংগদু উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে লংগদু ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কুলিনমিত্র চাকমা আদু বিজয়ী হয়েছেন। মাইনী ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন কমল বিজয়ী হয়েছেন।

ভাসান্যাদাম ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হযরত আলী বিজয়ী হয়েছেন। কালাপাকুজ্যা ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বারেক দেওয়ান বিজয়ী হয়েছেন। গুলশাখালীতে ইউপিতে ক্ষমতাসীন দল আ’লীগের শফিকুল ইসলাম, বগাচত্ত্বর ইউপিতে আ’লীগের আবুল বশর, আটারকছড়া ইউপিতে আ’লীগের অজয় মিত্র চাকমা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

বাঘাইছড়ি উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে খেদারমারা ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিল্টু চাকমা আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। মারিশ্যা ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আপন চাকমা আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। বাঘাইছড়ি ইউপিতে ক্ষমতাসীস দল আ’লীগের চেয়ারম্যান প্রার্থী অলিভ চাকমা নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। রূপকারী ইউপিতে স্বতন্ত্র প্রার্থী জ্যাসমিন চাকমা ধনেশ্বর ঘোড়া প্রতীক নিয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। বঙ্গলতলী ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জ্ঞান জ্যোতি চাকমা ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। সাজেক ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অতুলাল চাকমা আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। আমতলী ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. মুজিবুর রহমান আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। সারোয়াতলী ইউপিতে স্বতন্ত্র প্রার্থী ভুপতি রঞ্জন চাকমা বিজয়ী হযেছেন বলে জানা গেছে।

জুরাছড়ি উপজেলার দু’টি ইউনিয়নের মধ্যে জুরাছড়ি ইউপিতে স্বতন্ত্র প্রার্থী ইমন চাকমা চশমা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন এবং বনযোগীছড়া ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সন্তোষ চাকমা আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

সোমবার সকাল থেকে সারাদেশের ন্যায় সপ্তম ধাপে রাঙামাটির লংগদু, বাঘাইছড়ি এবং জুরাছড়ি তিনটি উপজেলার ১৭টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনটি উপজেলায় ভোটকেন্দ্রগুলোতে ১৫ প্লাটুন বিজিবি, এক হাজার পুলিশ এবং তিন হাজার আনসার মোতায়েন ছিল। পাশাপাশি ৬ প্লাটুর র‌্যাব এবং ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করেন।

তিন উপজেলার ১৭ ইউনিয়নের ১৫৮টি ভোট কেন্দ্রে মোট ১ লাখ ২৮ হাজার ৩৬৭ জন ভোটার রয়েছেন। ১৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৯ জন এবং সাধারণ সদস্য পদে ৪১ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন