parbattanews

‘রাঙামাটিতে সারের কোন অভাব নেই’

রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তপন কুমার পাল বলেন, রাঙামাটিতে সারের কোন অভাব নেই। সার বিষয়ে কোন অভিযোগ থাকলে কৃষি সম্প্রসারণ অফিসে জানাবেন।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটি সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা সদরের সাপছড়ি ইউনিয়নের ধর্মপুর এলাকায় অনুষ্ঠিত ২০২১-২২ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ (এনএটিপি-২) এর আওতায় সিআইজি কংগ্রেস সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

এ কৃষিবিদ আরও বলেন, জেলায় সারের চাহিদার কথা মাথায় রেখে ৮০০ টন সার সরবরাহ করা হয়েছে। আপনারা ২২ টাকায় সার পাচ্ছেন। সরকার ভর্তুকি দিচ্ছে কেজি প্রতি ৮৫ টাকা। অর্থাৎ সরকার কৃষি খাতে কোটি কোটি টাকা ভর্তুকি দিচ্ছে।

রাঙামাটি সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু মুহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন রাঙামাটি কৃষি তথ্য সার্ভিস এর উপ-পরিচালক প্রজেনজিৎ মিস্ত্রি, রাঙামাটি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিতুল চন্দ্র পাল এবং সিআই জি কংগ্রেসের অন্যান্য সদস্যরা।

সভা শেষে সিআইজি কংগ্রেস সদস্যদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন অতিথিরা।

Exit mobile version