রাঙামাটিতে সিনিয়র নার্সের করোনা শনাক্ত, আক্রান্ত বেড়ে ২৬
রাঙামাটিতে ৪৫ বছরের এক সিনিয়র নার্সের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত নার্স জেলা শহরের টিএন্ডটি এলাকার বাসিন্দা। শনিবার (১৬মে) সন্ধ্যায় এমন তথ্য নিশ্চিত করেছেন, রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মোস্তফা কামাল।
তিনি বলেন, শনিবার সন্ধ্যায় আমরা চট্টগ্রামের ভেটেনারি ও এ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় থেকে এই রিপোর্ট হাতে পেয়েছি। তিনি রাঙামাটি সদর হাসপাতালের সিনিয়ন নার্স হিসেবে কর্মরত আছেন।
এনিয়ে রাঙামাটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়লো ২৬ জনে। এর মধ্যে প্রথম আক্রান্ত ৪ জন ইতোমধ্যেই সুস্থ হয়েছেন এবং তাদের তৃতীয় রিপোর্টও নেগেটিভ আসায় ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে আছেন তারা।
ঘটনাপ্রবাহ: করোনা, নার্সের, রাঙামাটিতে
Facebook Comment