রাঙামাটিতে সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ অব্যাহত 

fec-image

করোনায় রাঙামাটিতে অসহায়, দুঃস্থ ও নিন্ম আয়ের মানুষদের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

তারই ধারাবাহিকতায় ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার সার্বিক নির্দেশনায় বুধবার (১ জুলাই) সকালে রাঙামাটি জেলার বরকল উপজেলার অসহায়, দুঃস্থ ও নিম্ন আয়ের পরিবারের মাঝে রাঙ্গামাটি সেনা রিজিয়নের জুরাছড়ি সেনা জোন কর্তৃক এ কার্যক্রমের আয়োজন করা হয়।

জুরাছড়ি সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. তানভীর হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে, মেজর মন্জুর এবং ক্যাপ্টেন মেহেদীর নেতৃত্বে বরকল উপজেলার উপস্থিত গরিব ও দুঃস্থ জনগণের মাঝে চাল, ডাল, তেল‘সহ বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় জুরাছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মো তানভীর হোসেন বলেন, এলাকার অসহায়, দুঃস্থ ও নিন্ম আয়ের মানুষদের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে এই সব খাদ্য দ্রব্য বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন