রাঙামাটিতে ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক ফ্রি চিকিৎসা সেবা

রাঙ্গামাটি রিজিয়নের আওতাধীন ১০ আর ই ব্যাটালিয়নের আয়োজনে অসহায়দের মাঝে ফি চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল হতে বিকাল পযন্ত তারিঙ্গাপাড়া ও মগবান ইউনিয়নের দরিদ্র, অসহায় ও শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
এ সময় চিকিৎসা সেবা সহায়তা ও রোগীদের মাঝে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।
সেনা জোন জানান, দূর-দূরান্ত হতে অসহায়, দরিদ্র জনসাধারণ স্বাস্থ্য সেবা নিতে ক্যাম্পে আসে। সেনাবাহিনী সব সময় অসহায়দের পাশে ছিল। এখনও সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে।
ঘটনাপ্রবাহ: চিকিৎসা, ব্যাটালিয়ন, রাঙামাটি
Facebook Comment