parbattanews

রাঙামাটিতে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

রাঙামাটিতে ১০ দিনব্যাপী বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন উদ্যোক্তা মেলা শুরু হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে বিসিক প্রাঙ্গনে প্রধান অতিথি থেকে এ মেলার উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য ঝর্ণা খীসা।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন রাঙামাটির জেলার সহকারী ব্যবস্থাপক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন রাঙামাটি উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিজ এর সভাপতি মনোয়ারা বেগম, রাঙামাটি প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক নুরুল আফসারসহ অন্যান্য উদ্যোক্তাগণ।

বক্তারা বলেন, বর্তমান বিশ্ব শিল্পায়নের যুগে প্রবেশ করেছে। মানুষ অর্থনৈতিক মুক্তি চায়। তাই ব্যক্তি এবং দেশকে এগিয়ে নিতে শিল্পায়নের যুগে উদ্যেক্তা হওয়া ছাড়া কোন বিকল্প নেই।

এবারের মেলায় ২০ জন উদ্যোক্তা তাদের স্ব-স্ব প্রতিষ্ঠান নিয়ে অংশ নিয়েছেন। মেলার সমাপ্তি ঘটবে আগামী ২২ ফেব্রয়ারি।

Exit mobile version