রাঙামাটিতে ২৫টি হারানো মোবাইল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর
রাঙামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সফল প্রচেষ্টায় ২৫টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।
বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটি কোতয়ালী থানায় উদ্ধার হওয়া এসব মোবাইল হস্তান্তর করেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সাইবার অপরাধ প্রতিরোধের লক্ষ্যে পুলিশ সুপারের ঐকান্তিক প্রচেষ্টায় গঠিত জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল সাইবার অপরাধ প্রতিরোধ, ক্লুলেস মামলা ডিটেকশনের পাশাপাশি এ পর্যন্ত ৩৭৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭৫ লাখ টাকা।
মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে ভিকটিমরা তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং পুলিশ সুপারের প্রতি এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলী, সাইবার ক্রাইম মনিটরিং সেলের ইনচার্জ মাসুদ রানা উপস্থিত ছিলেন।