রাঙামাটিতে ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা
পৌর সেবা সপ্তাহ উপলক্ষে রাঙামাটিতে ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে সেবা প্রদান করেছে রাঙামাটি পৌরসভা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) প্রধান অতিথি থেকে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা প্রশাসক (ডিসি) মো. মোশারফ হোসেন খান।
উদ্বোধনকালে তিনি বলেন, পৌরসভাকে জনবান্ধব করতে পৌর সেবা সপ্তাহের আয়োজন করা হয়েছে। এখান থেকে পৌরবাসী নানান সেবা নিতে পারবেন। পাশাপাশি আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প থেকেও সেবাপ্রার্থীরা বিভিন্ন চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ।
এসময় রাঙামাটি পৌরসভার প্রশাসক নাসরিন সুলতানার সভাপতিত্বে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল হকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, ডেপুটি সিভিল সার্জন ডা. অমিত দে, এভারকেয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. তারিক বিন আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।
বিনামূল্যের এ সেবা কার্যক্রমের সার্বিক সহযোগিতায় ছিলো চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতাল।