parbattanews

রাঙামাটিতে ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার শীতকালীন ক্রীড়্ প্রতিযোগিতা উদ্বোধন

রাঙামাটিতে ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে রাঙামাটি শেখ রাসেল মিনি স্ট্রেডিয়াম মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি থেকে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসীন রোমান।

রাঙামাটি সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌহিদ তালুকদার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান দূর্গেশ্বর চাকমা, রাঙামাটি সদর উপজেলা শিক্ষা অফিসার দীপিকা খীসা, রাঙামাটি রানী দয়াময় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক সহ বিভিন্ন স্কুল, মাদ্রাস ও কারিহরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ক্রীড়া প্রতিযোগিতায় ৩৪টি শিক্ষা অংশগ্রহনে আজ ক্রিকেট খেলায় বালক-বালিকার ৮টি দলের অংশ গ্রহন করেন। এ প্রতিযোগিতা আজ বৃহস্পতিবার থেকে আগামী রবিবার বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ হবে।

Exit mobile version