রাঙামাটির বরকলে লঞ্চ থেকে প্রায় ৩ মণ ভারতীয় জিরা ও চা পাতা আটক
জেলা সংবাদদাতা, রাঙামাটি:
গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহি লঞ্চে অভিযান চালিয়ে প্রায় ৩ মণ ভারতীয় জিরা ও বিস্কুটসহ সিরাপ উদ্ধার করেছে রাঙামাটি বরকল থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে বরকল উপজেলার সুবলং থেকে থানা পুলিশ এগুলো উদ্ধার করে।
বরকল থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরকলের হরিণা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহি লঞ্চ থেকে চারটি বস্তা উদ্ধার করি।
পরে সেগুলো খুলে ভেতর থেকে প্রায় ৯০ কেজি চিকন জিরা, বড় এক কার্টুন ভারতীয় বিস্কুট, ১০ বোতল ভিটামিন “এ” জাতীয় ভারতীয় সিরাপ ও ৪০ কেজি চা’পাতা পাওয়া যায়। তবে এইসময় কাউকে আটক করা যায়নি বলে তিনি জানান।
Facebook Comment