রাঙামাটির লংগদুতে ব্রাশ ফায়ারে জেএসএস কর্মী হত্যা
আলমগীর মানিক,রাঙামাটি:
রাঙামাটি লংগদু’র তিনটিলা নামক এলাকায় করুন চাকমা (৪২) নামে এক জেএ্সএস কর্মীকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ গ্র“পের সন্ত্রাসীরা। আজ সকাল সাড়ে আট টার সময় উপজেলা সদরে এই ঘটনা ঘটে। লংগদু থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছেন বলে জানিয়েছেন।
স্থানীয়রা জানান, কাঠাঁলতলা এলাকার বাসিন্দা অনিল চাকমার ছেলে করুন চাকমা সকালে বাড়ির বারান্দায় অবস্থানকালে জন সংহতি সমিতির সংস্কারপন্থী গ্র“পের সন্ত্রাসীরা এসে অতর্কিতভাবে ব্রাশ ফায়ার করলে গায়ে গুলি লেগে গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
নিহত করুন চাকমা জেএসএস সন্তু লারমা গ্রুপের সদস্য বলে জানা গেছে। এদিকে সংস্কারপন্থীদের অতর্কিত হামলার ঘটনায় জেএসএস সন্তু লারমা গ্রুপও পাল্টা গুলি চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে আধা ঘন্টাব্যাপী গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
এ সিন্ধান্ত সরকারের জন্য আত্মঘাতি এতে কোন সন্দেহ নেই।