parbattanews

রাঙামাটিতে স্পিডবোট দুর্ঘটনায় একজন নিহত

রাঙামাটির লংগদু উপজেলায় স্পিডবোট দুর্ঘটনায় মমতা বেগম (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কবির হোসেন (৬০) ও সালমান (০৮) নামের ২জন যাত্রী।

মঙ্গলবার (১৪ মার্চ) সকালে উপজেলার মাইনী ইউনিয়নের মধুয়াছড়া এলাকার মাইনী নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ১৩জন যাত্রী নিয়ে একটি স্পিটবোট রাঙামাটির উদ্দেশ্যে যাত্রা করার সময় মধুয়াছড়া এলাকায় একটি কান্ট্রিবোটকে ধাক্কা দিয়ে স্পিটবোটটি ডুবে যায়। এতে স্পিটবোটে থাকা মমতা বেগম পানিতে ডুবে যায়। পরে কয়েকঘন্টা চেষ্টা চালিয়ে মমতাকে পানি থেকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

এর কিছুক্ষণ পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মমতার বাড়ি উপজেলার সোনাই ৫নং এলাকায়। আহতরা সকলে পাশ্ববর্তী খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ সময় লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।

নিউজটি ভিডিওতে দেখুন:

রাঙামাটিতে স্পিডবোট দু-র্ঘ-ট-না-য় একজন নি-হ-ত

Exit mobile version