parbattanews

রাঙামাটির শ্রেষ্ঠ শিক্ষার্থী সুমাইয়া

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাঙামাটি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে সুমাইয়া বিনতে সুলতান সর্ণা। সে লংগদু উপজেলার রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। সুমাইয়ার পিতা সুলতান আহমেদ করল্যাছড়ি আর এস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং মা রহিমা খাতুন মাইনীমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। শিক্ষক দম্পতির সন্তান সুমাইয়া এর আগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আয়োজিত চতুর্থ শ্রেণিতে টেলেন্টপুল বৃত্তি, একই শ্রেণিতে ইসলামী এডুকেশন সোসাইটি টেলেন্টপুলে বৃত্তি লাভ করেছিল। প্রাথমিক শিক্ষা সমাপনী এবং জেএসসি পরীক্ষাতেও টেলেন্টপুলে বৃত্তি অর্জন করে সুমাইয়া। ২০১৮ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্লস গাইড নির্বাচিত হয় সে।

এছাড়াও বিভিন্ন সময় চিত্রাংকণ, রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, বিতর্ক ও জ্ঞান জিজ্ঞাসা, কবিতা আবৃত্তিতে অংশ নিয়ে উপজেলা এবং জেলাপর্যায়ে কৃতিত্ব অর্জন করে। তার সম্পাদনায় বিদ্যালয়ে কয়েকটি দেয়ালিকা প্রকাশ হয়েছে। সুমাইয়া বড় হয়ে বিসিএস ক্যাডার হতে চায়।

Exit mobile version