রাঙামাটির ২ উপজেলায় বিজয়ী যারা


৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে রাঙামাটির লংগদু এবং নানিয়ারচর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি ফলাফলে নানিয়ারচর উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ মূল দলের অমর জীবন চাকমা। তিনি আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ছয় হাজার ১৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জ্যোতিলাল চাকমা মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার ৭৩৪ ভোট।
এছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সুজিত তালুকদার এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনিতা চাকমা বিজয়ী হয়েছেন।
লংগদু উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বাবুল দাশ বাবু। তিনি আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ৯৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের আরেক প্রার্থী আব্দুল বারেক সরকার ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৮২৬।
এছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মো. রকিব হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাতেমা জিন্নাহ বিজয়ী হয়েছে।
এদিকে বুধবার (২৯ মে) সকাল থেকে শান্তিপূর্ণভাবে দুইটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
দুই উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
এর আগে ৩য় ধাপে জেলার তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রেমাল’র এর প্রভাবের কারণে বাঘাইছড়ি উপজেলায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
বাঘাইছড়ি উপজেলায় আগামী ৯ জুন ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার (২৯ মে) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।