রাঙামাটির ৪৪ মণ্ডপে হবে শারদীয় দুর্গোৎসব
রাঙামাটিতে এ বছর ৪৪ টি মণ্ডপে শারদীয় দুর্গােৎসব অনুষ্ঠিত হবে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের মিলনায়তনে অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এই সভার সভাপতিত্বে করেন।
সভায় বলা হয়, আগামী ৯ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় রাঙামাটির ১০ উপজেলায় শারদীয় দূর্গােৎসব অনুষ্ঠিত হবে। পূজা শেষ হবে আগামী ১৩ অক্টোবর।
পূজা সুষ্ঠু ভাবে শেষ করতে আনসার, বিজিবি,পুলিশ সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকবে।
পাশাপাশি পূজামণ্ডব এবং ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরা স্থাপন এবং সরকারের নির্দেশনা মেনে রাত ১০টায় পূজা শেষ করার করার জন্য সভায় জানানো হয়।
এসময় পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, রাঙামাটি আসনের সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, জেলা জামাতের সেক্রেটারি জাহাঙ্গীর আলম, সহ সেক্রেটারি মনসুরুল হক, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
সভায় বিভিন্ন উপজেলা থেকে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ অনলাইনে যুক্ত হয়ে তাদের মতামত ব্যক্ত করেন।