parbattanews

রাঙামাটি আসনে ঐক্যফ্রন্টের প্রার্থীসহ ৪ জনের জামানত বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসনে ঐক্যফ্রন্টের প্রার্থীসহ ৪জন জামানত হারিয়েছেন।

বুধবার (২জানুয়ারি) জেলা নির্বাচন অফিস সূত্রে এমন তথ্য জানা গেছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানানো হয়-  গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী নির্বাচনে মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ (১২.৫শতাংশ) না পেলে জামানত বাজেয়াপ্ত হয়। আর এ সংখ্যক ভোট না পাওয়ায় ঐক্যফ্রন্টসহ ৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

এবারের ৩০ ডিসেম্বর নির্বাচনে রাঙামাটির একটি মাত্র  ২৯৯নং আসনে মহাজোট, ঐক্যফ্রন্টসহ বিভিন্ন দলের ৬প্রার্থী অংশ নেন। এদের মধ্যে মহাজোট তথা আ’লীগের প্রার্থী  নৌকা প্রতীক নিয়ে দীপংকর তালুকদার ১লাখ ৬৯হাজার ২৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী  অনিবন্ধিত আঞ্চলিক দল (পিসিজেএসএস)  সমর্থিত সিংহ প্রতীক নিয়ে ঊষাতন তালুকদার পেয়েছেন ১লাখ ৮হাজার ৩৬ ভোট।

এছাড়া ঐক্যফ্রন্ট তথা বিএনপি’র প্রার্থী  ধানের শীষ প্রতীক নিয়ে মণি স্বপন্ন দেওয়ান পেয়েছেন- ৩১হাজার ৫৫৮ ভোট, জাতীয় পার্টির (জাপা) প্রার্থী লাঙ্গল প্রতীক নিয়ে অ্যাডভোকেট পারভেজ তালুকদার পেয়েছেন- ৪৮৩ ভোট,   ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে জসীম উদ্দীন পেয়েছেন- ১হাজার ৫৫৮ ভোট এবং  বাংলাদেশ বিপ্লবী ওয়াকার্স পার্টি’র প্রার্থী কোদাল প্রতীক নিয়ে জুঁই চাকমা পেয়েছেন-৪৯০ভোট।

মোট ভোট পড়েছে ৩লাখ ১৫হাজার ২৯২ ভোট। এর মধ্যে বাতিল হয়েছে ৩হাজার ৯৯৮ ভোট।

জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ জানান- গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী এসব প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে।

Exit mobile version