রাঙামাটি-খাগড়াছড়িতে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত প্রত্যাহার

fec-image

রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) এই তথ্য জানান অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তবে বান্দরবানের বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জানান, পরিস্থিতির উন্নতি হওয়ায় ১ নভেম্বর থেকে রাঙামাটি এবং ৫ নভেম্বর থেকে খাগড়াছড়িতে ভ্রমণের ওপর আরোপ করা সিদ্ধান্ত তুলে নেওয়া হবে।

ওই দিন থেকেই এই দুটি জেলায় পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।

উপদেষ্টা জানান, বান্দরবানেও খুব সহসাই পর্যটক ভ্রমণ খুলে দেওয়া হবে। তবে কবে এটি খোলা হবে সেই বিষয়ে তিনি কোন মন্তব্য করেননি।

জানা গেছে, গত ১৮ আগস্ট খাগড়াছড়িতে মামুন নামের এক যুবককে হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি, দীঘিনালা এবং রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষ ছড়িয়ে পড়লে এ ঘটনায় দুই জেলায় চারজন নিহত এবং অনেকে আহত হয়। সংঘর্ষের ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠান, ধমীয় প্রতিষ্ঠান হামলার শিকার হয়েছিলো। পরে স্থানীয় প্রশাসন পর্যটকদের নিরাপত্তার স্বার্থে তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবান এবং রাঙামাটিতে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন