parbattanews

রাঙামাটি ছাত্রলীগকে সাংবাদিক নেতাদের ৪৮ঘন্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিনিধি:

রাঙামাটিতে পুলিশ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিন সাংবাদিক আহত হয়েছে।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ চলাকালে ছাত্রলীগ-পুলিশ আবারো মুখোমুখি হলে দায়িত্ব পালনের সময় দৈনিক পূর্ব দেশ পত্রিকার রাঙামাটি প্রতিনিধি এম কামাল উদ্দীন এবং দৈনিক পার্বত্য চট্টগ্রামের রিপোর্টার সাইফুল ইসলাম আহত হয়।

এদিকে ১২ফেব্রুয়ারি রাতে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনার সময় দায়িত্ব পালনকালে দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার ছত্রং চাকমাও গুরুতর আহত হয়।

আহতদের মধ্যে ছত্রং চাকমা এবং কামাল উদ্দীন রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও সাইফুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন।

হামলার শিকার সংবাদ কর্মীরা ও রাঙামাটির সাংবাদিক নেতারা এ ঘটনার জন্য ছাত্রলীগকে দায়ি করেছে।

এ ঘটনার পর রাঙামাটির কর্মরত সাংবাদিক নেতারা মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় রাঙামাটি রিপোটার্স ইউনিটি-তে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়।

বৈঠকের সময় উপস্থিত ছিলেন, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাধারণ সম্পাদক ফজলুর রহমান রাজন, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সোলায়মান, সাধারণ সম্পাদক হিমেল চাকমা, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, সিনিয়র সাংবাদিক সামশুল ইসলাম, চৌধুরী হারুনুর রশীদ, সুপ্রীয় চাকমাসহ কর্মরত সাংবাদিকরা।

বৈঠকে সাংবাদিক নেতারা এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে ছাত্রলীগকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে। ৪৮ঘন্টার মধ্যে প্রকৃত অপরাধীদের বিচার না করলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

Exit mobile version