রাঙামাটি জেলা ছাত্রদল সভাপতির মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল
রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ফারুক আহমেদ সাব্বির এর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাঙামাটি জেলা ছাত্রদল।
বুধবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় রাঙামাটি জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা কার্যালয়ে এসে সমাবেত হয়।
এ সময় বক্তারা বলেন, রাঙামাটি জেলা ছাত্রদলের বিরুদ্ধে অতীতেও নানা ষড়যন্ত্র করেছে বিভিন্ন মহল। সেগুলো আমরা প্রতিহত করেছি। উদ্দেশ্যমূলক, ভিত্তিহীন এবং সংশ্লিষ্ট্ কাজে জড়িত না থেকেও রাঙামাটি জেলা ছাত্র দলের সভাপতিকে মাসের মাসের জেলে থাকতে হচ্ছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অভিলম্বে সাব্বির আহমেদকে মুক্তির জন্য জোর দাবি জানান বক্তারা।
সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, সহ-সভাপতি এমদাদুল হক মানিকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।