রাঙামাটি জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যানের সঙ্গে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ
রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে চেয়ারম্যানের কার্যালয়ে জেলা জামায়াতের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানান, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম।
এসময় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, সদস্য মিনহাজ মুরশিদ, হাবিব আজম, জেলা জামায়াতের এসিসটেন্ট সেক্রেটারী মো. মনছুরুল হক, প্রচার সেক্রেটারি এডভোকেট হারুণ অর রশিদ, জেলা ছাত্রশিবিরের সভাপতি শহিদুল ইসলাম সাফী, সেক্রেটারি রবিউল ইসলাম, রাঙামাটি পৌর জামায়াতের আমীর আব্দুস সালাম, সেক্রেটারি মাইনুদ্দীন, এসিসটেন্ট সেক্রেটারি এড জিল্লুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় জামায়াতের আমির স্থানীয় পর্যায়ের উন্নয়ন নিয়ে চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেন এবং জামায়াতের পক্ষ থেকে সকল ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।