parbattanews

রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানকে হত্যার হুমকি

রেস্ট হাউজে সংবাদ সন্মেলন করেছেন উপজেলা আওয়ামী লীগ

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমাকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

হুমকির প্রতিবাদে শনিবার (১৮জানুয়ারি) সকালে বাঘাইছড়ি উপজেলায় জেলা পরিষদের রেস্ট হাউজে সংবাদ সন্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ।

উপজেলা আওয়ামী লীগ নেতারা সংবাদ সন্মেলনে বলেন, আমাদের নেতা বৃষকেতু চাকমাকে যারা হত্যার হুমকি দিয়েছে তাদের অবিলম্বে  আইনের আওতায় এনে দ্রুত শাস্তি দিতে হবে। না হলে ভবিষ্যতে এর সমুচিত দেওয়া হবে।

সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন, জেলা আওয়ামী লীগের সদস্য ও বাঘাইছড়ি পৌরসভার মেয়র জাফর আলী খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুল শুক্কুর মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেনসহ আওয়ামীলীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ঘটনাটির প্রতিবাদে একইদিন বিকেলে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে উপজেলা শহরে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার কথা রয়েছে।

গত ১৪ জানুয়ারি সকালে, রাতে এবং ১৫জানুয়ারি রাতে চেয়ারম্যান বৃষকেতুর মুঠোফোনে একটি অজ্ঞাত নাম্বার থেকে একাধিক বার্তা পাঠানোর মাধ্যমে গুলি করে মেরে ফেলার হুমকি প্রদান করা হয়।

শুক্রবার  (১৭ জানুয়ারি) রাতে বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের চেয়ারম্যান রাসেল চৌধুরী বাদি হয়ে বাঘাইছড়ি থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করে।

Exit mobile version