রাঙামাটি জেলা পরিষদ দ্রুত পুনর্গঠন করা হবে: পার্বত্য উপদেষ্টা
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, খুব দ্রুত সময়ের মধ্যে রাঙামাটি জেলা পরিষদ পুনর্গঠন করা হবে।
শনিবার (২৪ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সুশীল সমাজের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা সুপ্রদীপ বলেন, জেলা পরিষদ পুনর্গঠন করতে হলে আমাদের করণীয় কি তা নিয়ে মতামত দিতে সুশীলদের প্রতি অনুরোধ জানান।
তিনি আরও বলেন, জেলার শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে আমরা কাজ করবো। এ ব্যাপারে সরকার প্রধানকে অবহিত করা হয়েছে। সকলে মিলে মিশে পাহাড়ের উন্নয়নে কাজ করার আহ্বান জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এ উপদেষ্টা।
এসময় জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান, সুশীল সমাজের প্রতিনিধি এবং কোটা সংস্কার আন্দোলনরত ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।