রাঙামাটি জেলা পরিষদ পুনর্গঠনের দাবিতে মানববন্ধন

fec-image

রাঙামাটি জেলার চার উপজেলা কাউখালী, বরকল, জুরাছড়ি ও রাজস্থলী থেকে স্থানীয় প্রতিনিধি অর্ন্তভুক্ত করে পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের দাবি জানানো হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের ফটকের সামনে বৈষম্যবিরোধী নাগরিক সমাজের ব্যানারে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৪ সাল থেকে জেলা পরিষদ আইন সংশোধন করে ১৫ সদস্য বিশিষ্ট জেলা পরিষদ গঠন করা হয়েছে। তখন থেকে রাঙামাটির যে দশ উপজেলা থেকে রয়েছে প্রত্যেক উপজেলা থেকে একজন করে প্রতিনিধি নিয়োগ দেওয়া হতো এবং এর প্রক্রিয়া চলমান ছিলো। কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের দোসর পার্বত্য উপদেষ্টা চার উপজেলাকে বঞ্চিত করে স্বজনপ্রীতি এবং অনিয়মের স্বর্গভূমিতে পরিণত করার লক্ষ্যে চার উপজেলাকে বাদ দিয়ে শুধু মাত্র রাঙামাটি সদর থেকে ৯ জন সদস্য এবং এবং তার আত্মীয় স্বজনকে নিয়োগ দেয়।

এর মধ্যে, অনেকের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগ, দলীয় পদবী, হত্যা মামলার এজাহারভুক্ত আসামি, পার্বত্য উপদেষ্টার সঙ্গে সখ্যতা, সাবেক সহকর্মী ও সম্পর্কে দেবর-ভাবিকেও একই পরিষদে সদস্য মনোনীত করার অভিযোগ তোলা তুলেছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

বক্তারা অবিলম্বে বঞ্চিত চার উপজেলা থেকে স্থানীয় জনপ্রতিনিধি নিয়োগ দিয়ে জেলা পরিষদ পুনর্গঠন করার আহ্বান জানান, অন্যাথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন