রাঙামাটি পুলিশের কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

fec-image

কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে রাঙামাটি জেলা পুলিশ কর্তৃক পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ওই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) আব্দুল আওয়াল চৌধুরী।

পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর অংশগ্রহণে ওই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অত্যন্ত উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা চিত্রাঙ্কন প্রতিয়োগিতায় অ্ংশগ্রহণ করে নিজেদের নিপুন হাতে মনের মাধুরী মিশিয়ে মুহুর্তেই এঁকে ফেলেছে এক এক অসাধারণ চিত্রকর্ম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, গ্রাম বাংলার দৃশ্য, নৌকা ও মানচিত্র প্রভৃতির ছবি খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ চিত্রকর্মে। কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ও সৃজনশীলতা প্রকাশের লক্ষে রাঙ্গামাটি জেলা পুলিশ এই আয়োজন করে।

এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. রকিবুল হাসান, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মীর জাহেদুল হক রনি, পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ রাঙামাটি জেলা পুলিশের সদস্য বৃন্দ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুলিশিং ডে, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন