parbattanews

রাঙামাটি প্রেস ক্লাবের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আড়ম্বর আয়োজনের মধ্যে দিয়ে পার্বত্যাঞ্চলের সাংবাদিকদের পুরানো সংগঠন ঐতিহ্যবাহী রাঙামাটি প্রেস ক্লাবের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা এবং কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

প্রেস ক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যাঞ্জেলর প্রফেসর ড. সেলিনা আখতার।

রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়া এবং রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবীর। অনুষ্ঠানের সঞ্চালনা করেন- সংগঠনটির সাধারণ সম্পাদক আনোয়ার আল হক।

সভায় বক্তারা বলেন, পার্বত্যাঞ্চলের গণমাধ্যমকর্মীদের সবচেয়ে পুরনো সংগঠন রাঙামাটি প্রেস ক্লাব। প্রেস ক্লাব তার স্বকীয় বৈশিষ্ট দিয়ে এ অঞ্চলের মানুষের অধিকার, সমস্যা এবং সম্ভবনা নিয়ে কথা বলবে এমন প্রত্যাশা।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ২৩ নভেম্বর অর্থাৎ তিন পার্বত্য জেলা ভাগ হওয়ার আগে পার্বত্য চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রথম রাঙামাটি প্রেস ক্লাব গঠিত হয়।

Exit mobile version