রাঙামাটি-বাঘাইছড়ি ২ পৌর মেয়রের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী ও বাঘাইছড়ি পৌর মেয়র জমির উদ্দিনের পদত্যাগের দাবিতে রাজপথে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা।
রোববার (১৮ আগস্ট) দুপুরে রাঙামাটি ও বাঘাইছড়ি পৌরসভা ঘেরাও করে শত শত শিক্ষার্থী বিক্ষোভ সমাবেশ করেছে।
বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, রাঙামাটিকে দুর্নীতিমুক্ত এবং সংস্কারের লক্ষ্যে রাঙামাটি পৌরসভা ও বাঘাইছড়ি পৌরসভার মেয়রদের পদত্যাগের জন্য সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিলো। এসব মেয়ররা পদত্যাগ না করায় পৌরসভাগুলো ঘেরাও করে বিক্ষোভ করা হচ্ছে। উক্ত মেয়ররা পদত্যাগ না করা পর্যন্ত তাদের এ আন্দোলন অব্যাহত রাখা হবে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।
Facebook Comment