parbattanews

রাঙামাটি বিলাইছড়িতে হত্যাকাণ্ডের ১২ দিন পর মামলা

রাঙামাটির বিলাইছড়িতে গুলি করে ত্রিপুরা সম্প্রদায়ের তিন জনকে হত্যার ঘটনার ১২ দিন পর মামলা হয়েছে।

বিলাইছড়ি থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ আলমগীর জানান, মামলায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) বা ‘বম পার্টি’র অজ্ঞাতনামা ২৫-৩০ সদস্যকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন

তিনি আরও জানান, ২১ জুন বড়থলি ইউনিয়নের সাইজাম পাড়ায় গুলিতে নিহত ধনরাম ত্রিপুরার বাবা চিতারাং ত্রিপুরা (৬৫) মামলাটি করেন।

হত্যা, হত্যা চেষ্টার ও গুরুতর জখমের দায়ে দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলাটি হয়েছে।

মামলার এজহার সূত্রে জানা যায়, ২১ জুন কুকি চিন বম পার্টির সদস্যরা অতর্কিত হামলা চালায় সাইজাম পাড়ায়। এ সময় ৩ জনকে গুলি করে হত্যা করা হয়। তাদের হুমকি দেওয়া হয়। মামলায় আরও উল্লেখ করা হয় হামলার সময় হামলাকারীরা তারা সবুজ রঙের চেক পোশাক পরা ছিল।

হামলায় নিহতরা হলেন- বিচাই চন্দ্র ত্রিপুরা, সুভাষ ত্রিপুরা ও ধনরাম ত্রিপুরা। হামলায় গুরুতর আহত শিশু অনন্ত ত্রিপুরা ও সুমনা ত্রিপুরা বর্তমানে সুস্থ আছেন বলে জানা গেছে।

বিলাইছড়ি হত্যাকাণ্ডের ঘটনায় রোববার (৩ জুলাই) পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন।

Exit mobile version