রাঙামাটি রিজিয়নের সেনাবাহিনী কর্তৃক কৃতি ক্রীড়াবিদদের সংবর্ধনা

fec-image

বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গামাটি রিজিয়ন কর্তৃক শেখ কামাল ২য় যুব গেমস-২০২৩ এ পদক প্রাপ্ত, শেখ কামাল জাতীয় স্কুল-মাদ্রাসা এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা-২০২৩ এ পুরস্কার প্রাপ্ত এবং ১৭তম জাতীয় উশু চ্যাম্পিয়ন- ২০২৩ এ পদক জয়ী খেলোয়াড়দের বিশেষ সংবর্ধনা প্রদানের আয়োজন করা হয়।

সোমবার (২৭ মার্চ) সকালে ক্রীড়াবিদদের মান উন্নয়নের অংশ হিসেবে জয়ী খেলোয়াড়দের এ বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

রাঙামাটি রিজিয়ন কমান্ডার বলেন, মানসিক ও শারীরিক সুস্থতার জন্য নিয়মিত খেলাধুলা চর্চার কোন বিকল্প নেই। রাঙ্গামাটির খেলাধুলার উন্নয়নে রাঙ্গামাটি রিজিয়ন কর্তৃক যে কোন ধরনের সহযোগিতা সর্বদা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

এ সময় ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন, এনডিসি, পিএসসি, রিজিয়ন কমান্ডার উপস্থিত ছিলেন।

এছাড়াও গত ১৯ মার্চ অনুষ্ঠিত জেলাপ্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এ চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন