রাঙামাটি শহরে অগ্নিকান্ডে বসতভিটা পুড়ে ছাই
রাঙামাটি সংবাদদাতা:
অসাবধানতাবসত আগুনে পুড়ে ছাই হয়ে গেছে রাঙামাটি পরিবার পরিকল্পনা নার্সিং প্রশিক্ষণ ইন্সটিউিট এর পরিচারিকা সালমা আক্তারের একমাত্র বসত ভিটা। আজ বুধবার বেলা সাড়ে এগারটার সময় শহরের চম্পক নগর এলাকায় এই ঘটনা ঘটে।
অফিসে দায়িত্ব পালনকালীন সময়ে আকস্মিকভাবে লাগা এই অগ্নিকান্ডে সালমা আক্তারের ঘরে থাকা কোনো কিছুই রক্ষা পায়নি। আগুন লাগার প্রায় বিশ মিনিট পরে ফায়ার সার্ভিসের গাড়ি পৌছেঁ আগুন নিয়ন্ত্রণে আনে আধা ঘন্টা চেষ্ঠা চালিয়ে কিন্তু ততক্ষণে সবকিছুই শেষ।
চাকুরি জীবনে জমাকৃত সবকিছুই হারালেন বলে কান্নাজড়িত কন্ঠে জানান তিন সন্তানের জননী অসহায় বিধবা সালমা আক্তার। আগুনে প্রায় আড়াই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসি।
Facebook Comment