রাঙামাটি শহরে ১২ ফুট লম্বা অজগর
আস্ত একটা বিড়ালকে খেয়ে ফিরে যাবার সময় পুলিশের হাতে ধরা পড়ল ১২ ফুট লম্বা অজগর।
বুধবার বেলা এগারটার সময় রাঙামাটি শহরের পলওয়েল পর্যটন কেন্দ্র সংলগ্ন এলাকায় বিড়াল খেয়ে সেটিকে হজম করতে না পেরে বমি করে করে দিচ্ছিলো অজগরটি।
এমন সময় পাখিদের কিচিরমিচির শব্দ শুনে কিছুদুর এগিয়ে যেতেই সাপটিকে দেখতে পেয়ে ঝোপের ভেতর থেকে এটিকে ধরে আনেন পুলিশ সদস্য মো. আনিস। পরে বন বিভাগকে খবর দিলে দণিক্ষ বন বিভাগ সাপটির দায়িত্ব বুঝে নেন।
অজগর সাপটিকে বুঝে নিয়ে বন কর্মকর্তা হাফিজুর রহমান জানান, এটিকে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হবে।
Facebook Comment