রাঙামাটি সদর হাসপাতালে চালু হলো অক্সিজেন উৎপন্ন প্লান্ট

fec-image

রাঙামাটি সদর হাসপাতালে চালু হয়ে গেলো অক্সিজেন উৎপন্ন করার জন্য নিজস্ব অক্সিজেন প্লান্ট।

বুধবার (১১ ডিসেম্বর) সদর হাসপাতালের পক্ষ থেকে এমন তথ্য নিশ্চিত করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার আওতাধীন জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচিতে জিএফএটিএম এর অর্থায়নে রাঙামাটি সদর হাসপাতালে স্থাপিত অক্সিজেন প্লান্ট এর হস্তান্তর কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় এম এন্ড পিডিসি সিডিসি স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা: মাকসুদা খানম, এম অ্যান্ড পিডিসি, সিডিসি স্বাস্থ্য অধিদপ্তরের ইভ্যালুয়েটর ডা: আজিজুর রহমান, জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির এপিডেমিওলজিস্ট ডা: মো: মুশফিকুর রহমান এবং রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা: শওকত আকবর খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন