parbattanews

রাঙামাটি সরকারি কলেজে পিসিপি কর্তৃক ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ

 

নিজস্ব প্রতিনিধি

রাঙামাটি সরকারি কলেজে কলেজ শাখা পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) কর্তৃক জুরাছড়ি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং ওই কলেজের ইসলামের ইতিহাস অনার্স চতুর্থ বর্ষের ছাত্র রিংকু চাকমাকে মারধরের অভিযোগ উঠেছে।

বুধবার (২৪জানুয়ারি) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে বলে কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ জানান।

ঘটনার শিকার রিংকু জানান, পরিক্ষা শেষ করে বের হওয়ার সময় কলেজের পিসিপি’র নেতৃবৃন্দ ছাত্রলীগ করার অপরাধে মারধর করে। এ সময় কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে বলে তিনি জানান।

এ দিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে মামলা করার জন্য কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

রাঙামাটি সরকারি কলেজ শাখা পিসিপি’র সাধারণ সম্পাদক খোকন চাকমা জানান, এটি দু’ছাত্রের ব্যক্তিগত দ্বন্দ্ব। এ ঘটনার সাথে পিসিবি জড়িত নয়।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিৎ বড়ুয়া জানান, অভিযোগ পেয়েছি। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version