রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের নেতৃত্বে ওমর-শাকিল 

fec-image
 রাঙামাটি সরকারি কলেজে ওমর মোরশেদকে সভাপতি ও শরিফুল ইসলাম শাকিলকে সাধারণ সম্পাদক ঘোষণা করে কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (০৬জুন) গণমাধ্যমে পাঠানো জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহম্মেদ সাব্বির ও সাধারণ সম্পাদক আলী আকবর সুমন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়- বুধবার (৪ জুন) জেলা ছাত্রদলের পক্ষ থেকে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। আগামী ৩০ দিনের মধ্যে রাঙামাটি সরকারি  কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেছে রাঙামাটি জেলা ছাত্রদল।
কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি  মো: ওমর মোরশেদ বলেন, রাজপথের নির্যাতিত কর্মীদের মূল্যায়ন করায় দেশনায়ক তারেক জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানাই।
পাশাপাশি রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন এবং রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির, সাধারণ সম্পাদক আলী আকবর সুমন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। কলেজ শাখার সব তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলা হবে।
Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন