রাঙামাটি সেনা জোনের সহায়তায় কাউখালীতে ধাত্রী বিদ্যা প্রশিক্ষণ শেষে কিটস ও সনদ বিতরণ

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটি সেনা জোনের সহায়তায় কাউখালীতে ধাত্রী বিদ্যা প্রশিক্ষণ শেষে কিটস ও সনদ বিতরণ করা হয়েছে। কাউখালীর অফিসার্স ক্লাবে এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি ১৬ বীর জোনের অধিনায়ক লে.কর্ণেল সাজ্জাদ হোসেন ,জোনাল ষ্টাপ অফিসার মেজর গোলাম তোহিদ আল কিবরিয়া সম্মিলিত সামরিক হাসপাতালের ডা: ক্যাপ্টেন কামরুন নেসা  ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিদু রঞ্জন চাকমা।

রাশি চাকমা নামে একজন প্রশিক্ষণার্থী প্রতিবেদককে জানায়, ১৯৯০ সালে পরিবার পরিকল্পনা বিভাগ ধাত্রী বিদ্যা প্রশিক্ষন নিয়েছি কিন্তুসার্টিফিকেট ও কোন  যুগ উপযোগী প্রশিক্ষণ দেয়া হয়নি। এদের থেকে ৪টি ইউনিয়নের ২০ জন ধাত্রীকে প্রশিক্ষণ, কিটস ব্যাগ ও সনদপত্র পেয়ে আমরা অত্যান্ত খুশী ।

ডা:ক্যাপ্টেন কামরুন নেসা জানান, সম্মিলিত সামরিক হাসপাতালে জুলাই মাসে রাঙামাটিতে যোগদান করার পর এই প্রথম ধাত্রী প্রশিক্ষণ কার্যত্রম শুরু করেছি। আশাকরি ভবিষ্যতে আরো ব্যাপক পরিসরে করা হবে।

 

আরও খবর

বান্দরবানে আগাম লিচু

কক্সবাজারে গণডাকাতি : অর্ধ কোটি টাকার মালামাল লুট

লক্ষীছড়িতে ১৫ মে থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

Print Friendly, PDF & Email
Facebook Comment

One Reply to “রাঙামাটি সেনা জোনের সহায়তায় কাউখালীতে ধাত্রী বিদ্যা প্রশিক্ষণ শেষে কিটস ও সনদ বিতরণ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন