parbattanews

রাঙ্গামাটিতে একে-২২ সহ তিন জেএসএস সন্ত্রাসী আটক

 

 

 

রাঙ্গামাটিতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে একে-২২সহ জে এস এস সন্তু গ্রুপের ৩ জন সন্ত্রাসী আটক হয়েছে।

বৃহস্পতিবার(২৭ ডিসেম্বর) ভোর ৫টার দিকে তাদের আটক করা হয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি সশস্ত্র সন্ত্রাসী দল পার্বত্য চট্টগ্রামে নাশকতার পরিকল্পনা করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আনুমানিক ভোর ৫টার দিকে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নস্থ তারাছড়ি এলাকায় একটি বিশেষ অভযান চালায় যৌথবাহিনী।

এ অভিযানে আঞ্চলিক রাজনৈতিক দল জেএসএস(মূলদল) এর সশস্ত্র সন্ত্রাসী বঙ্কিম চন্দ্র তঞ্চংগ্যা (৪৬), পাভেল তঞ্চংগ্যা(২২), এবং যতীন কান্তি তঞ্চংগ্যা (৪৮)কে ০১টি একে-২২ (অটোমেটিক রাইফেল ), ০৩ রাউন্ড এ্যামুনিশন ও ০৪ টি চাইনিজ চাকু সহ আটক করে যৌথ বাহিনী।

এদের মধ্যে, বঙ্কিম চন্দ্র তঞ্চংগ্যার পিতার নাম অমৃত সেন তঞ্চংগ্যা, পাভেল তঞ্চংগ্যার পিতার নাম বঙ্কিম চন্দ্র তঞ্চংগ্যা, এবং যতীন কান্তি তঞ্চংগ্যার পিতার নাম অমৃত সেন তঞ্চংগ্যা। এরা প্রত্যেকেই বিলাইছড়ির তারাছড়ি পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

অভিযানে উদ্ধারকৃত অস্ত্রসহ আটক সন্ত্রাসীদের বিলাইছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

এ অভিযান পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর একটি সফল অভিযান উল্লেখ করে পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে যৌথবাহিনীর এ রকম অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা।

Exit mobile version