রাঙ্গামাটিতে করোনায় আক্রান্ত ১০৪, মোট সুস্থ ৫০ জন
রাঙ্গামাটি জেলায় নতুন করে ২২ জনের শরীরের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ১০৪ জনের। মোট সুস্থ হয়েছে ৫০ জন।
রবিবার (১৪ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।
তিনি জানান, শনিবার চট্টগ্রাম ভেটেনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) থেকে ২৫ জনের রিপোর্ট পাওয়া যায়। এরমধ্যে ৮ জনের শরীরের করোনা শনাক্ত হয়। আক্রান্তরা সবাই কাপ্তাই উপজেলার বাসিন্দা।
আবার রাতে চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিকাল অ্যান্ড ইনফেকসিয়াস ডিজিসেস (বিআইটিআইটি) হতে ৫৭ জনের রিপোর্ট পাওয়া যায়। এরমধ্যে পুলিশ সদস্যসহ ১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। আক্রান্তরা সবাই রাঙ্গামাটি সদর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি থেকে এ পর্যন্ত ১ হাজার ৫শত ২৬ জনের নমুনা পাঠানো হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া যায় ১ হাজার ২শত ৯৯ জনের। এতে ১০৪ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। বাকি রইলো ২২৭ জনের রিপোর্ট।
এপর্যন্ত সুস্থ হয়েছে ৫০ জন । আইসোলেশনে রয়েছেন ৯ জন মৃত্যু হয়েছে ২ জনের।