parbattanews

রাঙ্গামাটিতে পরিবার পরিকল্পনা বিভাগের অবহিতকরণ সভা

রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটি জেলা পরিবার কল্যাণ কার্যালয়ের উদ্যোগে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সেবা কার্যক্রম জনগণের দোর গোড়ায় পৌঁছে দেয়ার লক্ষে উপজেলা পর্যায়ের মাঠকর্মীদের নিয়ে ২দিনব্যাপী অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (৭জানুয়ারি) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে ২দিনব্যাপী অনুষ্ঠিত অবহিতকরণ সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভার উদ্বোধন করেন।

রাঙ্গামাটি জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, রাঙ্গামাটি জেলা পরিবার কল্যাণ কার্যালয়ের উপ-পরিচালক বেগম শাহানওয়াজ ও রাঙ্গামাটি মা ও শিশু কেন্দ্রের এমওসিসি ডা. বেবী ত্রিপুরা।

এসময় বিভিন্ন উপজেলার ওয়ার্ডের পরিবার কল্যাণ সহকারীসহ স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্তকরণের মধ্য দিয়ে স্বাস্থ্যসেবা কার্যক্রমকে যাতে প্রত্যন্ত অঞ্চলে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া যায় সে লক্ষ্যে কাজ করার জন্য আহ্বান রাখেন।

Exit mobile version