parbattanews

রাঙ্গামাটিতে পাহাড়ের মাটি ধসে পাঁচটি দোকান ভস্মীভূত

রাঙামাটির রিজার্ভ বাজার শহীদ আব্দুল আলী বিদ্যালয়ের পাশে ঝুঁকিপূর্ণ ৫টি দোকান ধসে পড়েছে। সোমবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার সময় হঠাৎ করে দোকান ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহত হয়নি,তবে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থল থেকে স্থানীয়রা জানিয়েছেন সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ বিকট শব্দ করে দোকানগুলো ধ্বসে পড়ে। কয়েকদিনের ভারী বর্ষণে দোকানের ভূমির মাটি সরে গিয়ে ধসে এই ক্ষতি হয়েছে।

স্থানীয় দোকানদার থেকে জানা গেছে, গত কয়েকদিন ধরে দোকানগুলোর নিচে থেকে আস্তে আস্তে মাটি সরে যাচ্ছিল। তাই তারা কেউ দোকান খুলেনি। এ ছাড়া লকডাউনের কারণে দোকানীরাও দোকানে দেরিতে আসে। তাই দোকানে কেউ না থাকায় এযাবৎ রক্ষা পেয়েছেন।

ফায়ার সর্ভিস কর্মকর্তা বেলাল জানিয়েছেন, সকাল ৯.৩০টার দিকে আমাদের কাছে খবর আসে শহীদ আব্দুল আলী বিদ্যালয় সংলগ্ন ৫টি দোকান ধসে পড়ে গেছে, আমরা ঘটনাস্থলে এসে পরিদর্শন করে দেখি এখানে কেউ হতাহত হয়নি, যে দোকানগুলো পড়ে গেছে তার উপড়ের রাস্তাটিও ঝুঁকিপূর্ণ রয়েছে।

Exit mobile version