parbattanews

রাঙ্গামাটিতে পৌঁছেছে করোনার সহায়তা

করোনাভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনের পূর্বের ঘোষণা অনুযায়ী রাঙ্গামাটিতে ওষুধের দোকান ও মুদির দোকান ছাড়া সব ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠানসহ খেটে খাওয়া ও নিন্ম আয়ের মানুষের আয় রোজগার বন্ধ হয়ে গেছে।

এই জন্য সরকারের সহায়তা হিসেবে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে রাঙ্গামাটিতে পৌঁছেছে ১০০ মেট্রিক টন খাদ্যশস্য ও নগদ ১০ লক্ষ টাকা।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন রাঙ্গামাটি জেলা জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।

তিনি আরও জানান, ইতোমধ্যে রাঙ্গামাটির ১০ উপজেলায় এইসব খাদ্যশস্য পৌঁছে দেয়া হয়েছে এবং এগুলো বিতরণ করাও শুরু হয়েছে। সরকার চাই একজন মানুষও যেন অনাহারে না থাকে।

Exit mobile version