রাঙ্গামাটিতে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনে একটি মহলের বিশেষ বাধা
আলমগীর মানিক,রাঙ্গামাটি
রাঙ্গামাটিতে বিজ্ঞান প্রযুক্তি ও মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনসহ পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন যাতে না হয় এজন্য স্থানীয় একটি বিশেষ মহল বাধা সৃষ্টি করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এমপি।
আজ নির্মলেন্দু চৌধুরী মেমোরিয়্যাল ফাউন্ডেশন এর উদ্দ্যেগে রাঙ্গামাটির শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নির্মলেন্দু চৌধুরী মেমোরিয়্যাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রনজিৎ কুমার বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ মুছা মাতব্বর, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সুনীল কান্তি দে, রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এর সভাপতি মাহাবুবুর রহমান, রাঙ্গামাটি পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।
পরে বিদ্যালয়ে অধ্যায়নরত ৬৭ জন গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এমপি।