parbattanews

রাঙ্গামাটিতে রোগীদের মাঝে আর্থিক অনুদান

প্রেস বিজ্ঞপ্তি:

রাঙ্গামাটিতে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় রোগীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২২মার্চ) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান এর অফিস কক্ষে জেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ চেক বিতরণ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা সমাজসেবা বিভাগের আহ্বায়ক স্মৃতি বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, পরিষদের সদস্য অংসুই প্রু চৌধুরী, পরিষদ সদস্য ত্রিদীব কান্তি দাশ, সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক (ভাঃ) রুপনা চাকমা।

অনুষ্ঠানে রাঙ্গামাটির সদর উপজেলার মাবুদ কলোনীর ক্যান্সার রোগী মো. রাসেল, দেবাশীষ নগরের স্ট্রোকে প্যারালাইজড রোগী নবাগত চাকমা, অফিসার্স কলোনীর ক্যান্সার রোগী নূর জাহান বেগম, দুত্তাং গ্রামের জন্মগত হৃদরোগী পরানী চাকমা, ভেদভেদী মুসলিম পাড়ার ক্যান্সার রোগী ইয়াছমিন আক্তার, পশ্চিম ট্রাইবেল আদামের ক্যান্সার রোগী সুপ্তা চাকমা, রাজস্থলী উপজেলার আইমাছড়া পাড়ার মোঃ শহিদ, মো. হারুন রশীদ, বাঘাইছড়ি উপজেলার তুলাবান গ্রামের বিদুষী চাকমা, কাউখালী উপজেলার বেতছড়ি গ্রামের আনোয়ারা বেগম ও লংগদু উপজেলার মুসলিম ব্লক গ্রামের সামছুল ইসলামকে নিয়ে মোট ১১জন রোগীকে প্রতিটি রোগীর হাতে ৫০হাজার টাকা করে সাড়ে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন অতিথিরা।

 

Exit mobile version