parbattanews

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর অভিযানে ২টি এসএমজি ও ১টি এসএমসি উদ্ধার

রাঙ্গামাটির সাজেক থানার আওতাধীন দুর্গম ভূয়াছড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন কর্তৃক বিশেষ অভিযানে অত্যাধুনিক ২টি একে-৪৭, ২টি একে-৪৭ এর ম্যাগাজিন, ১টি এসএমসি, ১টি এসএমসি এর ম্যাগাজিন এবং ২১ রাউন্ড এ্যামুনিশন উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০:৪৫টায় এ অভিযান চালানো হয়।

জানা যায়, বাঘাইহাট সেনা জোনের একটি আভিযানিক দল বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি আঞ্চলিক দলের গোপন আস্তানায় হানা দেয়। তবে টহল দলের উপস্থিতি টের পেয়ে উপজাতীয় সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে নিরাপত্তা বাহিনীর টহল দল ওই এলাকায় তল্লাশি চালিয়ে লুকায়িত অবস্থায় ২টি একে-৪৭, ২টি একে-৪৭ এর ম্যাগাজিন, ১টি এসএমসি, ১টি এসএমসি এর ম্যাগাজিন এবং ২১ রাউন্ড এ্যামুনিশন উদ্ধার করে।

সাজেক এলাকার দুর্গমতার সুযোগ নিয়ে আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো সংগঠিত হচ্ছে বলে গোয়েন্দা সূত্রের তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ি রিজিয়ন গত ২২ নভেম্বর ২০২০ থেকে সাজেক এলাকায় বিশেষ অভিযান পরিচালিত করছে। এর অংশ হিসেবে শনিবার (২৮ নভেম্বর ২০২০) সকাল আনুমানিক ১০:৪৫টায় এই অভিযান পরিচালনা করে।

আঞ্চলিক সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে ওই এলাকায় বর্তমানে অভিযান কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও জানা যায়।

Exit mobile version