রাঙ্গামাটিতে স্কুল শিক্ষিকার গলাকাটা লাশ উদ্ধার


রাঙামাটির লংগদু উপজেলায় ফেনসী চাকমা (৩৫) নামের এক শিক্ষিকার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (০৩ জুলাই) বিকেলে উপজেলার আটারকছড়া ইউনিয়নের উল্টাছড়িস্থ নিজ বাড়ির থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শিক্ষিকা ফেনসী ওই এলাকার দেবদাশ চাকমার মেয়ে। তিনি ইউনিসেফ পরিচালিত পাড়াকেন্দ্রের বর্গা শিক্ষিকা।
স্থানীয় সূত্রে জানা গেছে-ফেনসী চাকমা দশ বছর আগে স্বামী থেকে ডিভোর্স নিয়ে তার বোনের অদূরে একটি বাড়ি করে বসবাস করে আসছে। তিনি দীর্ঘদিন ধরে তার বড় বোনের মেয়ের শিক্ষকতার চাকরিটি তিনি নিজে বর্গা শিক্ষক হিসেবে পড়াতেন। এছাড়াও তিনি স্থানীয় শিশুদের নিজ বাড়িতে প্রাইভেট পড়াতেন।
রোববার সকালে শিক্ষার্থীরা প্রাইভেট পড়তে আসলে শিক্ষিকার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজ মিত্র চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারা মেয়েটাকে হত্যা করেছে আমরা সেটা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে মেয়েটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সরকারি নাম্বারে একাধিকাবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।
রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. অহিদুর রহমান ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, লংগুদু থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। আমরা এখনো বিস্তারিত জানি না। তথ্য পেলে জানানো হবে।