parbattanews

রাঙ্গামাটিতে ১৩টি বিদ্যালয় এবং ৫টি মাদ্রাসা এমপিওভুক্ত

রাঙ্গামাটিতে ১৮টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। এর মধ্যে বিদ্যালয় ১৩টি এবং দাখিল মাদরাসা ৫টি।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ২ হাজার ৭৩০টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তি ঘোষণার সময় রাঙ্গামাটির এসব শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেন।

বিদ্যালয়ের মধ্যে রাঙ্গামাটি সদর উপজেলায় ১টি, বাঘাইছড়ি ২টি, কাপ্তাই ২টি, লংগদু ৩টি, রাজস্থলী ১টি, বরকল ১টি, বিলাইছড়ি ১টি, নানিয়ারচর ১টি ও কাউখালী ১টি এবং মাদ্রাসা হলো- কাউখালীতে ২টি এবং লংগদু, নানিয়ারচর এবং কাপ্তাই ১টি করে এমপিও ভুক্ত করা হয়েছে।

তবে এর আগেই শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, এমপিওভুক্তির এই সিদ্ধান্ত গত জুলাই থেকে কার্যকর হবে।

Exit mobile version