রাঙ্গামাটির আমতলীতে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত, আগামী দিনের আন্দোলনে ঐক্যের আহ্বান

fec-image

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৭ নম্বর আমতলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে পাবলাখালী (আমতলী) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের সভাপতিত্ব ও প্রধান অতিথি রাঙ্গামাটি জেলা বিএনপির উপদেষ্টা ও আমতলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু।

প্রধান বক্তা ও বিশেষ অতিথিরা প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক এস এম শফিউল আজম, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, এবং সাংগঠনিক সম্পাদক বদিউল আলমসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা ও বক্তব্য ইউনিয়ন বিএনপি নেতা হুমায়ুন কবির মজনু ও ওমর ফারুকের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন আমতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম নয়ন। ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির উপর নির্যাতন ও নিপীড়নের ঘটনা তুলে ধরে নিন্দা জানান।

বক্তারা বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার গণ-আন্দোলনের পর আমতলীতে দীর্ঘ ১৭ বছর পর এ ধরনের কর্মী সমাবেশ আয়োজন সম্ভব হয়েছে। তাঁরা আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে শক্তিশালী ও ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহ্বান জানান।

নতুন কমিটি ঘোষণা জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু সমাবেশ শেষে আগামী ৬ মাসের জন্য ১১ সদস্যবিশিষ্ট আমতলী ইউনিয়ন বিএনপির একটি কমিটি ঘোষণা করেন। পাশাপাশি, দ্রুত ওয়ার্ড কমিটি গঠন করে সম্মেলনের আয়োজনের নির্দেশনা দেন।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন