parbattanews

রাঙ্গামাটির বিভিন্ন উপজেলায় পানিবন্দি প্রায় ৬০ হাজার মানুষ

রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটিতে টানা তিন দিনের ভারী বর্ষণে ও সীমান্ত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার উপজেলা, লংগদু, জুরাছড়ি, বরকল, বিলাইছড়ি ও নানিয়ারচর উপজেলার নিম্নাঞ্চলের বসতবাড়ি ও কৃষি জমি প্লাবিত হয়েছে।

এছাড়াও জেলার বৃহত্তর উপজেলা বাঘাইছড়িতে টানা ভারী বর্ষণে প্রায় ১৪টি গ্রাম প্লাবিত হয়েছে। প্লাবিত গ্রামগুলো হলো করেঙ্গাতলী, বাঘাইহাট, বঙ্গলতলী, রূপকারী, কদমতলী, তুলবান, গুচ্ছগ্রাম, মুসলিম ব্লক, ইমাম পাড়া, মাস্টার পাড়া, কলেজ পাড়া ও পুরাতন মারিস্যা। এতে রাঙ্গামাটির বিভিন্ন উপজেলায় প্রায় ৬০ হাজার মানুষ পানিবন্দি। পানিবন্দি মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে বিভিন্ন স্কুল, কলেজ ও মার্কেটসহ বিভিন্ন পাকা ভবনে অবস্থান নিয়েছে।

এবিষয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ জানান, টানা ভারী বর্ষণে ও সীমান্ত থেকে নেমে আসা রাঙ্গামাটি জেলার বেশ কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে। মঙ্গলবার প্লাবিত সমস্ত এলাকার জন্য ১০০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দিয়েছি যাতে আশ্রয় কেন্দ্রে এসে খাওযার কোন সমস্যা না হয় বলেও তিনি জানান।

Exit mobile version